Sunday, June 22, 2025
Latestদেশ

দানিশ কানেরিয়া চাইলে ভারতে চলে আসতে পারেন: বিজেপি মন্ত্রী

লখনউ: শুধুমাত্র হিন্দু বলে পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, এ কথা প্রকাশ্যে আসতেই তুমুল হইচই পড়ে গিয়েছে। কানেরিয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেছেন, আমি ভীষণ অস্বস্তির মধ্যে আছি। এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করুন।

এবার দানিশ কানেরিয়াকে ভারতে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মহসিন রাজা। তিনি বলেন, পাকিস্তানের দানিশ কানেরিয়া আসলে দানিশ নন, দীনেশ। তাঁদের মত ধর্মীয় সংখ্যালঘুদের জন্যই কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন এনেছে। দানিশকে ভারতে স্বাগত।

যোগী আদিত্যনাথের মন্ত্রী মহসিন রাজা বলেন, নাগরিকত্ব আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন নেরিয়া। তাঁর কথায়, কানেরিয়া পাকিস্তানে বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হচ্ছেন। তাই তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব নিতে পারেন এবং হয়ে যেতে পারেন দীনেশ কানেরিয়া।

মহসিন রাজার দাবি, পাক দলে খেলার জন্যই তিনি দানিশ নাম নিয়েছিলেন। পাশাপাশি, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ ইউসুফকেও ভারতে স্বাগত জানিয়েছেন তিনি। মহসিন রাজার কথায়, আমি বলব দু’‌জনই ভারতে চলে আসুন। নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারতের নাগরিক হয়ে যান।