Tuesday, November 18, 2025
কলকাতা

১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে ‘নো এন্ট্রি

কলকাতা: মারণ করোনাভাইরাস বদলে দিয়েছে মানুষের জীবনধারা। অন্যান্য বছর ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে লাখ লাখ দর্শনার্থীর ভিড় হয়। কিন্তু করোনা পরিস্থিতির জেরে এবছর বর্ষবরণের দিন মা ভবতারিণীর দর্শন হবে না। কেননা ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতিবছর ১ জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরে ২ থেকে ৩ লাখের বেশি দর্শনার্থীর ভিড় হয়। আগের রাত থেকেই ভক্তদের দীর্ঘ লাইন পড়ে যায়। তবে এবছর করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিল দক্ষিণেশ্বর মন্দির কমিটি।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এবছর কল্পতরু উৎসব এবং পঞ্চবটীকে কেন্দ্র করে মেলা হবে না। তবে দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদ করোনার সংক্রমণ রুখতে অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল।

দক্ষিণেশ্বর মন্দির অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী জানিয়েছেন, ১ জানুয়ারি কল্পতরু উৎসব, মন্দিরে পুজো দিতে গিয়ে পুণ্যার্থীদের লাইন মন্দিরের সামনে থেকে বালি ব্রিজ পেরিয়ে উত্তরপাড়া, সিঁথির মোড়, কামারহাটি পর্যন্ত চলে যায়। করোনা পরিস্থিতিতে এবার সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই ১ জানুয়ারি দর্শনার্থীদের জন্য দক্ষিণেশ্বর মন্দির সম্পূর্ণ বন্ধ থাকবে।

কাশীপুর উদ্যানবাটিতে ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোনও ভক্তকে ঢুকতে দেওয়া হবে না। স্বামী পরেশাত্মানন্দ জানিয়েছেন, শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবীর কুটিরে অনুষ্ঠান হবে। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তিমূলক গান-সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। কাশীপুর উদ্যানবাটির নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে পাবেন পুণ্যার্থীরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।