Sunday, September 15, 2024
দেশ

তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ‘গাজা’র তাণ্ডবে মৃত ২০

চেন্নাই: বৃহস্পতিবার ভোররাতে তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘গাজা’। ঝড়ের তাণ্ডবে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন ২০ জন। উপড়ে পড়েছে প্রচুর বিদ্যুতের খুঁটি ও গাছ। শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। দুর্ঘটনা এড়াতে প্রায় ৮১,৯৪৮ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪৭১ ত্রাণ শিবির গড়ে তুলেছে মানুষদের আশ্রয় দেয়ার জন্য।

নিহতদের মধ্যে ৫ জন দেওয়াল চাপা পড়ে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বাকিদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মৃতদের পরিবারপিছু ১০ লাখ টাকা এবং গুরুতর আহতদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী।

আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর ৬ জেলায় রাত আড়াইটা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে প্রবল ঝড়ো হাওয়া। আছড়ে পড়ার সময় গাজার গতিবেগ ছিল প্রায় ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। নাগাপট্টিনমে ৫০০০ এবং তিরুভারুরে ৪০০০ এবং তাঞ্জাভুরে ৩০০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ফলে এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে প্রচুর বড় গাছপালাও।

তামিলনাড়ুতে বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তৈরি থাকতে বলা হয়েছে নৌবাহিনী এবং তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গাজা এবার পশ্চিমবঙ্গের পথে, বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসলীলা করতে আসছে গাজা। যাঁর ফলে দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে উপকূলের জেলাগুলিতে তৎসহ সর্বত্র বাংলায়। গাজার সতর্কতা জারি করা হয়েছে গুজরাট, পশ্চিমবঙ্গ, গোয়া, কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র ও আন্দামান ও নিকোবর দীপপুঞ্জে। এমনকি আরব সাগর হয়ে থাইল্যান্ড, ফিলিপিন্স, চিন, মালয়েশিয়ায় আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।