৪১ লাখ টাকা বিদ্যুতের বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন করা হল ইমরানের দফতরের
ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দফতরে প্রায় ৪১ লাখ টাকা(পাকিস্তানি টাকা) বিদ্যুৎ বিল বকেয়া ৷ গত জুলাই মাসে বকেয়ার পরিমাণ ছিল প্রায় ৩৫ লাখ টাকা। তবুও প্রধানমন্ত্রীর দফতর হওয়ায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করেনি পাকিস্তানের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ইসলামাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি(IESCO)। তবে, চলতি মাসে সেই টাকার অঙ্ক আরও বেড়ে যাওয়ায় অবশেষে নড়েচেড়ে বসলেন তাঁরা।
আইইএসসিও-এর এক আধিকারিক বলেন, বহুদিন ধরেই প্রধানমন্ত্রীর দফতরে এই সমস্যাটা চলছে। বকেয়া মেটানোর জন্য বারবার বিদ্যুৎ অফিস থেকে জানানো হলেও কোনও হেলদোল ছিল না ইমরানের দফতরের। আর সম্ভব নয়। বাধ্য হয়ে বুধবার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে পর্ষদ।
পাকিস্তানি সংবাদমাধ্যম খালিজটাইমসের রিপোর্ট অনুযায়ী, বুধবার প্রধানমন্ত্রীর দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।বকেয়া মেটাতে না পারায় ইমরানের খানের দফতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের খবর প্রকাশ্যে আসতেই হেসে খুন নেটদুনিয়া।
তবে শুধু প্রধানমন্ত্রীর দফতরেই নয়। বিদ্যুতের সংকট সারা পাকিস্তান জুড়েই। তীব্র গরমেও পাকিস্তানের বহু অঞ্চলেই দিনের প্রায় অর্ধেক সময় লোডশেডিং চলে।
আন্তর্জাতিক মহলের মতে, যে দেশের প্রধানমন্ত্রীর দফতর বিদ্যুতের বিল বকেয়া রাখে সেই দেশ কিভাবে কাশ্মীর ইস্যুতে পড়শি দেশকে যুদ্ধের হুমকি দেয়!
প্রসঙ্গত, বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পাকিস্তান। ২০১৮-১৯ অর্থবর্ষে পাকিস্তানের জিডিপি ঘাটতি ৮.৯ শতাংশ। গতবছর যা ৬.৬ শতাংশ ছিল। ঘাটতির পরিমাণ প্রায় ৩.৪৪৫ লাখ কোটি টাকা।