Monday, June 16, 2025
Latestকলকাতা

কাটমানি-সিন্ডিকেটের সুযোগ নেই বলেই বাংলায় কৃষক নিধি প্রকল্প চালু হয়নি: মোদী

কলকাতা: রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা বন্দরের ১৫০তম বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কাটমানি, সিন্ডিকেট নেই বলেই এই প্রকল্প বাংলায় চালু হতে দেইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার।

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তুলে ধরে মোদী বলেন, পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় ৮ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট ৪৩ হাজার কোটি টাকা ঢুকেছে। এর মধ্যে কোনও কাটমানি নেই, সিন্ডিকেট নেই, কোনও মধ্যস্থকারী নেই। কাটমানি নেই, সিন্ডিকেট নেই, অবৈধভাবে টাকা কামানোর সুযোগ নেই, তাই  বাংলায় এই প্রকল্প চালু হয়নি।


উজ্জ্বলা যোজনার কথা তুলে ধরে মোদী বলেন, এই প্রকল্পের আওতায় এই রাজ্যে ৯০ লাখ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। যাদের মধ্যে রয়েছে ৩৫ লাখ মানুষ পিছিয়ে পড়া, গরিব মানুষ। আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রাজ্য সরকার আয়ুষ্মান ভারতের স্বীকৃতি দিলে এই প্রকল্পে অনেক গরিব মানুষ চিকিৎসার সুযোগ পাবেন।

মোদী বলেন, গোটা বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হোক। কৃষক সম্মান নিধি প্রকল্পের সুবিধা ভোগ করতে দেওয়া হোক বাংলার কৃষকদের। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইসব নীতি নির্ধারকদের শুভবুদ্ধির উদয় হোক। বাংলার বিকাশের জন্য কেন্দ্রীয় সরকার সবসময় চেষ্টা করছে।