Monday, June 16, 2025
Latestদেশ

এই প্রথম CRPF-এর পূর্ণ মহিলা বাইক বাহিন‌ীর কুচকাওয়াজ, নেতৃত্ব দিলেন সীমা নাগ

নয়াদিল্লি: আজ ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে গোটা দেশে। এই প্রথম CRPF-এর পূর্ণ মহিলা বাইক বাহিন‌ী অংশ নিল কুচকাওয়াজে। দলটির নেতৃত্ব দেন র‍্যাপিড অ্যাকশন ফোর্সের ইন্সপেক্টর সীমা নাগ। দলটি নানা সাহসী স্টান্ট দেখায়। একেবারে শেষে মানব পিরামিড নির্মাণ করে চলন্ত মোটরবাইকের উপরে।

সিআরপিএফের ২১ মহিলা কর্মী চলন্ত মোটরবাইকের উপর মানব পিরামিড বানান। এতে নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর অনিতা কুমারী। ২১ মহিলা কর্মীর মাঝে সগর্বে উড়ছিল ভারতের তেরঙ্গা পতাকা।


সীমা নাগকে চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে স্যাল্যুট করেন। চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে দু’হাতে দুটি বন্দুক চালানোর ভঙ্গি দেখান হেড কনস্টেবল মীনা চৌধরী। এদিনের কুচকাওয়াজে দেখা গেল নারীশক্তির জয়জয়কার। আজই প্রথম মহিলাদের বাইক র‍্যালি দেখা গেল।

উল্লেখ্য, এদিন কয়েক দশকের পুরোনো প্রথা ভেঙে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করেন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যমে। এর আগে ইন্ডিয়া গেটের সামনের অমর জওয়ান জ্যোতিতেই এই শ্রদ্ধা নিবেদন করতেন প্রধানমন্ত্রীরা।