Monday, June 16, 2025
Latestখেলা

প্রয়াত ভারতীয় ক্রিকেটের ‘সুপারফ্যান’ চারুলতা প্যাটেল

লন্ডন: মারা গেলেন ভারতীয় ক্রিকেটের সুপারফ্যান চারুলতা প্যাটেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গত ১৩ জানুয়ারি মারা যান তিনি। ২০১৯ বিশ্বকাপে ভাইরাল হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সুপারফ্যান চারুলতা প্যাটেল।

বুধবার ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর শোকবার্তা প্রকাশ হওয়ার পরই শোকাহত ক্রিকেট বিশ্ব। ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের মাঠে ভারতীয় দলের খেলা দেখতে এসে সাড়া ফেলে দিয়েছিলেন চারুলতা প্যাটেল। ভারতীয় ক্রিকেটের গ্র্যান্ডমাদারকে

বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার মাঠে দেখা যায় চারুলতা প্যাটেলকে। ম্যাচ জেতার পর গ্যালারিতে তাঁর সাথে দেখা করেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেই ছবি টুইটারে শেয়ার করে কোহলি লিখেছিলেন, ভক্তদের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে চারুলতা প্যাটেলজিকে। ৮৭ বছর বয়সেও এমন উন্মাদনা এবং নিবেদিতপ্রাণ সমর্থক আগে কখনও দেখিনি।


কোহলি টুইটে লিখেছিলেন, বয়স শুধুই একটা সংখ্যা, এটা ফের প্রমাণিত হল। আবেগই সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে এগিয়ে নিয়ে চলে জীবনকে। ওঁর আশীর্বাদ নিয়ে পরের ধাপের দিকে এগিয়ে যেতে হবে।

চারুলতা প্যাটেলের পারিবার সূত্রে খবর, ১৩ জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চারুলতা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ইনস্টাগ্রামে চারুলতার বড় আকারের ভেঁপু বাজানোর ছবি পোস্ট করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। টুইটে তিনি লিখেছিলেন, এই বিশ্বকাপের সেরা ছবি এটাই।