Thursday, March 28, 2024
রাজ্য​

হাতে গুড়-বাতাসা নিয়ে অনুব্রতর জন্য তিহার জেলে পৌঁছে গেলেন সিপিএম কর্মীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘চড়াম-চড়াম’ ঢাক বাজানো থেকে ‘গুড় বাতাসা’, বা ‘রাস্তায় উন্নয়ন’ দাঁড়িয়ে থাকা-সহ বিভিন্ন মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ‘বীরভূমের বাঘ’ তথা তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় বর্তমানে ইডি হেফাজতে দিল্লির তিহার জেলে রয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত তিহার জেলে বন্দি থাকায় বৃহস্পতিবার গুড়-বাতাসা নিয়ে জেলেই পৌঁছে গেল সিপিএম কর্মী সমর্থকরা।

বুধবার দিল্লির রামলীলা ময়দানে বামদের মহাসমাবেশ ছিল। সেই সমাবেশে যোগ দিতে পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার সিপিএম কর্মী সমর্থক দিল্লিতে যান। জানা গেছে, তাঁদের মধ্যে ৬ জন গুড়-বাতাসা নিয়ে সোজা পৌঁছে যান তিহার জেলে পৌঁছে যান। তিহার জেলের দরজায় প্রহরীদের কাছে আবেদন জানান, অনুব্রতকে তাঁরা ওই গুড়-বাতাসা দিতে চান। যদিও নিরাপত্তারক্ষীরা তাঁদের নিরাশ করে জানান, এভাবে জেলেবন্দি কাউকে কিছু দেওয়া সম্ভব নয়। এছাড়া আদালতের নির্দেশ, অনুব্রতর জন্য বাইরের খাবার পুরোপুরি নিষিদ্ধ।

ওই ৬ জন হলেন- কলকাতা কর্পোরেশনের কর্মী অজিত দাস, সঞ্জয় ঘোষাল, বিজয় দত্ত, নারায়ণ দলুই, মহম্মদ সেলিম এবং কালাচাঁদ দাস।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটার মাধ্যমে তৃণমূলকে খোঁচা দিলো বাম শিবির।