শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হল সীতারাম ইয়েচুরিকে
শ্রীনগর: সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং তার দলীয় সহকর্মী ডি রাজাকে যেতে দেওয়া হল না কাশ্মীর উপত্যকার অভ্যন্তরে, তাঁদের শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আটকে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদকে।
ইয়েচুরি টুইটে লিখেছেন, তিনি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে র্সিপিএম কর্মী মহম্মদ ইউসুফ তারিগামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছিলেন, কিন্তু তারপরেও তাঁকে এবং ডি রাজাকে বিমানবন্দর থেকে উপত্য়কার অভ্যন্তরে যেতে দেওয়া হয়নি।
সংবাদসংস্থা পিটিআইকে ফোনে ইয়েচুরি জানিয়েছেন, ওঁরা আমাদের একটি আইনি নির্দেশ দেখিয়েছিল যার মর্ম এই হয় যে ওঁরা আমাদের শ্রীনগরে প্রবেশের অনুমতি দেবে না। এতে বলা হয়েছে যে নিরাপত্তাজনিত কারণেই শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা এখনও তাদের সঙ্গে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইয়েচুরি আরো বলেন, “আমরা দুজনই জম্মু ও কাশ্মীরের রাজ্যপালকে অনুরোধ করেছিলাম যাতে আমাদের সফরে কোনও বাধা দেওয়া না হয়। তারপরেও আমাদের আটক করা হয়েছে। আমি আমার অসুস্থ সহকর্মী এবং অন্য সহকর্মীরা যারা ওখানে রয়েছেন তাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।