এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের পাশে আছে সিপিএম: মহম্মদ সেলিম
কলকাতা: শনিবার প্রকাশিত হয়েছে এনআরসির চূড়ান্ত তালিকা। ১৯ লাখ মানুষ বাদ পড়েছেন সেই তালিকা থেকে। তাঁদের ভবিষ্যত কতটা অনিশ্চিত হয়ে পড়ল এতে? কী হবে তাঁদের প্রকৃত অবস্থান? তাঁদের কী করনীয় অবিলম্বে জানাতে হবে সরকারকে। শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
সিপিএমের দাবি, তালিকায় যে ১৯ লাখ লোকের নাম নেই তাঁরা কী করবে তা অবিলম্বে জানাতে হবে সরকারকে। এদের অনিশ্চয়তার মধ্যে রাখা হবে না। ১৯ লাখ মানুষকে বাইরে ঠেলা যাবে না।
তালিকায় যাঁদের নাম নেই তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দিয়েছে মোদী সরকার। আবেদনের সময়সীমা ৬০ দিন থেকে বাডি়য়ে ১২০ দিন করা হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন তাঁরা। তবে সিপিএমের দাবি, ফরেনার্স ট্রাইব্যুনাল কোনও সমাধান নয়। অসমে শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে সর্বদল বৈঠক ডাকতে হবে সরকারকে। সেলিমের দাবি, অন্য কোনও রাজ্যে এনআরসি চাই না। এনআরসি তালিকায় যাঁদের নাম নেই তাঁদের পাশে আছে সিপিএম।
এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, দল সেই সমস্ত প্রকৃত নাগরিকের পাশে দাঁড়াবে যাঁরা এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন। এবং তাঁদের হয়ে লড়াই চালিয়ে যাবেন শেষ মুহূর্ত পর্যন্ত।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভি টুইটে জানিয়েছেন, নাগরিকত্ব তালিকায় (এনআরসি) অন্তর্ভুক্ত না হওয়া মানুষদের ভবিষ্যতে ভারতীয় নাগরিকত্ব হয়ত কেড়ে নেওয়াও হতে পারে। এর ফল আরও খারাপ হবে।