সীমান্তে গরু পাচারের চেষ্টা, বিএসএফের গুলিতে নিহত পাচারকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের সীমান্তে গরু পাচারের (Cow smuggling) চেষ্টা। আর গরু পাচার করতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (BSF) গুলিতে নিহত এক পাচারকারী। বুধবার ভোর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোকলেশ্বর হক (৩৫)। মৃত ব্যক্তি দিনহাটার নয়ারহাট এলাকার বাসিন্দা। বুধবার ভোর রাতে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় জমায়েত হয়। বিএসএফ বাঁধা দিলে তাঁদের উপর হামলা চালায় পাচারকারীরা। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালালে এক পাচারকারী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৫টি গরু এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।