বাংলায় বিজেপি ক্ষমতা এলে বন্ধ হবে গো-হত্যা এবং লাভ জিহাদ: কৈলাস বিজয়বর্গীয়
কলকাতা: বিজেপির টার্গেট ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে বাংলা দখল করা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঝাপিয়ে পড়েছে বিজেপি। এর মধ্যেই রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানালেন, বিজেপি ক্ষমতায় আসবে কিনা, তা সময়ই বলবে। ক্ষমতায় আসার পর প্রয়োজনে পশ্চিমবঙ্গেও গো-হত্যা এবং লাভ জিহাদ বিরোধী আইন প্রণয়ন করা হবে।
উল্লেখ্য, গো-হত্যা বন্ধের জন্য বিজেপি-শাসিত একাধিক রাজ্যে আইন আছে। সর্বশেষ কর্ণাটক বিধানসভায় এই আইন পাশ করা হয়েছে। বি এস ইয়েদুরাপ্পার সরকার সেই নয়া বিল পাশ করিয়ে নিয়েছে। লাভ জিহাদ ইস্যুতেও উত্তাল গোটা দেশ। বিরোধীদের প্রবল আপত্তি থাকা সত্বেও একের পর এক বিজেপি-শাসিত রাজ্যে লাভ জিহাদ বিরোধী আইন আনা হয়েছে।
উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। মধ্যপ্রদেশেও সেই আইন আনা হবে। এদিকে, ইতিমধ্যে ‘লাভ জিহাদ’ বিরোধী আইনের খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে হরিয়ানা সরকার।
তবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ধাঁচে বাংলায় রাজনীতি সম্ভব নয়। কেননা শুধু ধর্মীয় মেরুকরণে বাংলার ভোটের বৈতরণী পার হতে পারবে না গেরুয়া শিবির। তাই এ বিষয়ে খানিকটা সুর নরম করে বিজয়বর্গীয় বলেন, বাংলায় গো-হত্যা এবং লাভ জিহাদ বিরোধী আইন আনার বিষয়টি এখনও উত্থাপন হয়নি। প্রয়োজনীয়তা অনুভব করলে এই আইন প্রণয়ন করতে পিছপা হবে না বিজেপি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

