Friday, January 17, 2025
দেশ

গোমাতার ঋণ শোধ করা কখনও সম্ভব নয়: মোদী

মথুরা: বৃন্দাবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোমাতার ঋণ শোধ করা কখনও সম্ভব নয়। তাই গরুর স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন করে ৫০০ কোটি রুপির প্রকল্প হাতে নিয়েছে বিজেপি সরকার।

মোদী বলেন, গরু ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। গোমাতার ঋণ আমরা কখনও শোধ করতে পারব না। তাই প্রাণীটির উন্নয়নে কাজ করছে তাঁর সরকার।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামীন অর্থনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হলো গরু। এটি আমাদের কৃষিতে অনেক সাহায্য করে। গরু আমাদের দুধ দেয়।

মোদী জানান, সম্প্রতি ঘোষণা করা কেন্দ্রীয় বাজেটে গরুকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়েছে। তাঁর সরকার গরুর জন্য ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ’ নামে একটি প্রকল্পও হাতে নিয়েছে।