কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন আসছে: মোদী
নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়। ভার্চুয়াল এই বৈঠকে সব দলের সাংসদদেরই উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের বাজারে ভ্যাকসিন চলে আসবে।
রাজ্যের সঙ্গে কথাবার্তার মাধ্যমে ঠিক হবে ভ্যাকসিনের দাম। এদিকে, এই বৈঠকের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে জানান, তিনি আশা করছেন, সর্বদলীয় বৈঠকে ভারতবাসী কবে বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে সে সম্পর্কে জানাবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের তুলনায় এখন দেশে করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬,৫৯৫ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪০ জনের।
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে কেরল। কেরলে বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৭৭ জন। এরপরই করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলি হল মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

