ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেল
নয়াদিল্লি: দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়ে গেল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫,৮৯২ জন, সুস্থ হয়ে উঠেছেন ৭৫ হাজার ৬২৮ জন এবং মারা গিয়েছেন ৯৪০ জন। যার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,০১,৭৮২ জনে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৫,৪৯,৩৭৪ জন। সক্রিয় করোনা রুগী ৯,৩৭, ৬২৫ জন। সুস্থ হয়েছেন ৫৫,০৯,৯৬৭ জন। দেশে সুস্থতার হার ৮৩.৮৪ শতাংশ।
এদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে। অর্থাত্ বিশ্বে করোনায় মৃতের প্রায় ১০ শতাংশই ভারতে এবং মোট আক্রান্তের ১৮.৬ শতাংশ এদেশে। আমেরিকা, ব্রাজিলের পর ভারতই একমাত্র দেশ, যেখানে করোনায় মৃতের সংখ্যা লক্ষাধিক। আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫২৪ জনের। ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জন।
ভারতের মোট মৃতের প্রায় ৪০ শতাংশই মহারাষ্ট্রের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৯১৭ জনের। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৯৬৫৩ জন। কর্ণাটকে ৯ হাজার ১৩৮, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৯০০ এবং উত্তরপ্রদেশে মারা গিয়েছেন ৫ হাজার ৯১৭ জন।
৩ অক্টোবর পর্যন্ত ভারতে মোট ৭,৮৯,৯২,৫৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ১৬ আগস্টে ভারতে করোনায় মৃতের সংখ্যা ছিল ৫০ হাজার। গত ৯ সেপ্টেম্বর মৃতের সংখ্যা পৌঁছয় ৭৫ হাজারে এবং ৩ অক্টোবর মৃতের সংখ্যা এক লাখ পেরিয়ে গেল।


