Thursday, November 13, 2025
দেশ

দীপাবলির মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে করোনা: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি: দীপাবলির মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে করোনার প্রকোপ। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Dr Harsh Vardhan)। অনন্তকুমার ফাউন্ডেশন আয়োজিত ‘নেশন ফার্স্ট’ ওয়েবিনার সিরিজ উদ্বোধন উপলক্ষে ভাষণে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতিমারী মোকাবিলা ও নিয়ন্ত্রণে বিশ্বের অধিকাংশ দেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এ বছর দীপাবলির মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। অতিমারীর বিরুদ্ধে ১৩০ কোটি দেশবাসী এবং সরকার একজোট হয়ে লড়াই করার ফলেই এই সাফল্য এসেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ভারতে করোনার প্রকোপ শুরু হওয়ার অনেক আগেই তা নিয়ে আলোচনায় বসেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। এর পরে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কমিটি এখনও পর্যন্ত ২২ বার বৈঠকে বসেছে বলেও জানান তিনি।

হর্ষ বর্ধন জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিষেবা প্রয়োজনের তুলনায় অনেক বেশি প্রস্তুত। সংক্রমণ যতই বাড়ুক না কেন দেশের হাসপাতালগুলিতে যথেষ্ট বেড আছে। সারা দেশে ১৭০০ হাসপাতাল শুধুমাত্র করোনা রোগীদের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা রয়েছে। তাই দেশবাসীকে আস্বস্ত করছি, যেকোনও পরিস্থিতিই আসুক না কেন, পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা উপলব্ধতা রয়েছে দেশজুড়ে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী বছরের শুরুর দিকেই দেশের সর্বত্র পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। আর এবছরের শেষেই কার্যকরী প্রতিষেধক তৈরির প্রচেষ্টাও সফল হবে। আগামী বছরের শুরুর ৬ মাসে নির্দিষ্ট কৌশলগত উপায়ে সেই ভ্যাকসিন দেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।