Monday, November 17, 2025
আন্তর্জাতিক

দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়া হবে: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনি: করোনার ভ্যাকসিন বাজারে এলে অস্ট্রেলিয়ার নাগরিকদের বিনামূল্যে দেওয়া হবে মঙ্গলবার ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, যদি করোনার ভ্যাকসিন তৈরি হয়, তাহলে আমরা নিজেরাই তা উৎপাদন ও বিতরণ করব। ২৫ মিলিয়ন অস্ট্রেলীয়বাসীকে তা বিনামূল্য দেওয়া হবে।

উল্লেখ্য, রাশিয়া ইতিমধ্যেই টিকা আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করেছে। টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ডও। ভারত-সহ একাধিক দেশে তাঁদের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার সঙ্গে চুক্তিও করেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নের প্রতিষ্ঠান সিএসএলের ভ্যাকসিন উৎপাদন লাইসেন্সের জন্য চেষ্টা চালাচ্ছে। গত রবিবার ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থার সঙ্গে দুটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া একটি চুক্তি করছে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে।

মরিসন বলেন, আমরা একটি মহামারি নিয়ে কথা বলছি, যা বৈশ্বিক অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং বিশ্বের লাখো লাখো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। অস্ট্রেলিয়াকে স্বাভাবিক করতে হলে আমাদের সর্বাধিক বিস্তৃত এবং ব্যাপক প্রতিক্রিয়া দরকার হবে। অস্ট্রেলিয়া নাগরিকদের বিনা মূল্যেই দেওয়া হবে করোনার টিকা।