Wednesday, January 22, 2025
দেশ

পশ্চিমবঙ্গে জানুয়ারিতেই পৌঁছে যাবে করোনার ভ্যাকসিন: NICED অধিকর্তা শান্তা দত্ত

কলকাতা: জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গের হাতে আসছে করোনার ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ (COVAXIN)। সেপ্টেম্বর মাসেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই করোনা টিকার তৃতীয় দফায় ট্রায়াল শুরু হবে। ‘ভারত বায়োটেক’ ও আইসিএমআরের (ICMR) যৌথ উদ্যোগে এই টিকা তৈরি করা হয়েছে। তৃতীয় দফার ট্রায়ালে পশ্চিমবঙ্গের অন্তত ১ লাখ মানুষ অংশগ্রহণ করবেন।

নাইসেডের ডিরেক্টর শান্তা দত্ত জানিয়েছেন, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ‘কোভ্যাক্সিন’ পাবে পশ্চিমবঙ্গ। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, চেন্নাই, হায়দরাবাদ এবং দিল্লিও পাবে এই ভ্যাকসিন। মার্চের মধ্যে পর্যায়ক্রমে গোটা দেশে পৌঁছে যাবে ‘কোভ্যাক্সিন’। নাইসেডের দাবি, একবার এই ভ্যাকসিন শরীরে ঢুকলেই করোনার বিরুদ্ধে তৈরি হবে জীবনভর প্রতিরোধ ক্ষমতা।

উল্লেখ্য, মারণ করোনা মোকাবিলায় গোটা বিশ্বেই চলছে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা। কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় দফার ট্রায়ালে এরমধ্যেই শেষ হয়েছে। প্রথম দুই ধাপের ফল বেশ আশাপ্রদ এসেছে। ফলে তৃতীয় দফার ট্রায়ালও সফল হবে বলে আশা করছেন গবেষকরা।

নাইসেড ডিরেক্টর শান্তা দত্ত বলেন, ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের কোভ্যাক্সিনের আগস্টের ট্রায়াল সফল। সেপ্টেম্বর মাসে দেশের পাঁচটি শহরে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে। ট্রায়ালের অন্যতম অংশীদার পশ্চিমবঙ্গ। তিনি বলেন, শেষ দফার ট্রায়াল সফল হবে, সে বিষয়ে আশাবাদী সকলে। তার ঠিক চারমাস পর পশ্চিমবঙ্গ করোনা ভ্যাকসিন পাবে। শুরু হবে গণটিকাকরণ।