শবরীমালায় বিক্ষোভকারী আয়াপ্পা ভক্তদের সঙ্গে আছে বিজেপি: অমিত শাহ
তিরুবনন্তপুরম: কেরলের আয়াপ্পা ভক্তদের বক্তব্য ছিল, ঋতুমতী মহিলারা মন্দিরে প্রবেশ করলে নাকি দেবতার কৌমার্যে ব্যাঘাত ঘটতে পারে। মন্দির খোলার পর ১০ থেকে ৫০ বছর বয়সী ১২ জন মহিলাকে মন্দিরের গর্ভগৃহে ঢুকতে বাধা দেওয়া হয়। কেরলের শাসক দল জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়কেই সমর্থন করবে তাঁরা। তবে এই প্রথম প্রকাশ্যে এল শবরীমালা ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মনোভাব।
শনিবার কেরলের কান্নুরে এক জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, আয়াপ্পা ভক্তদের সঙ্গে আছে বিজেপি। এই মুহূর্তে কেরলে ধর্মীয় বিশ্বাস এবং রাজ্য সরকারের নিষ্ঠুরতার মধ্যে দ্বন্দ্ব চলছে। বিজেপি, আরআরএস এবং অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের দু’ হাজারের বেশি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ভক্তদের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে বিজেপি। বাম সরকার সতর্ক হও।
In Sabarimala, nation has seen a fight between dharma,belief & bhakti on the one side & an oppressive Kerala govt on the other. The LDF is using its power to suppress belief of Ayyappa devotees. But Mr Vijayan,I want to remind you that BJP stands firmly with the Ayyappa devotees. pic.twitter.com/zVkyyOeho1
— Amit Shah (@AmitShah) 27 October 2018
কেরল সরকারকে একহাত নিয়ে অমিত শাহের দাবি, জরুরি অবস্থা তৈরির মতো পরিস্থিতি। সুপ্রিম কোর্টের রায়ের নামে যে অমানবিক অত্যাচার কেরল সরকার শুরু করেছে, তা এখনই বন্ধ করুন। আমি মুখ্যমন্ত্রী ও কমিউনিস্ট সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, ধর্মের নামে হিংসা বন্ধ করুন।
There is emergency like situation in Kerala.
Women of Kerala themselves support the age-old tradition of restricted entry to the Sabarimala, but CM Vijayan, instead of providing relief to the flood-hit, is spending all his energy in tackling peaceful devotees of Lord Ayyappa. pic.twitter.com/BXoDq7eVAg— Amit Shah (@AmitShah) 27 October 2018
বিজেপি সভাপতির দাবি, ভারতে অনেক মন্দির আছে, যেখানে ছেলেদের বা মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। ভগবান আয়াপ্পার ভক্তদের আবেগকে আঘাত করা রাজ্য সরকারের উচিৎ নয়। কী করে একটি মৌলিক অধিকার আরেকটি মৌলিক অধিকারকে তুলে দেয়, পশ্ন তোলেন অমিত শাহ।