Thursday, September 19, 2024
দেশ

আদালত সংসদের উপরে নয়; অযোধ্যা ইস্যুতে বললেন সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি: সোমবার অযোধ্যা মামলার শুনানি জানয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী। তিনি বলেন, আদালত কখনই সংসদের উপরে নয়। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, কোনও আইন সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংসদের আছে। সুপ্রিমকোর্ট শুধু দেখতে পারে সংবিধান কোনওভাবে লঙ্ঘন হচ্ছে কি না। শীর্ষ আদালত আইন পাস করতে পারে না। সংসদেরও অধিকার আছে আইন বানাবার।

অযোধ্যা মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, আগামী বছরের জানুয়ারি পর্যন্ত বিষয়টি টেনে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলব, সংসদেরও একটা অধিকার আছে। আদালত সংসদের উপরে নয়। সাধারণ মানুষের মন থেকে এই ভুলভ্রান্তিটা দূরে সরানো উচিৎ। আমাদের আইন পরিবর্তন করার অধিকার আছে। আমার মনে হয়, একটা অর্ডিন্যান্স আনা উচিৎ। অনেক অপেক্ষা হয়েছে। আর নয়। এটা স্পষ্ট যে ওখানে রাম মন্দির ছিল। আমি এবিষয়টি সংসদের অধিবেশনে তুলব বলেও জানান এই বিজেপি সাংসদ।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ও বিহারের নেতা গিরিরাজ সিং বলেছেন, দেশের হিন্দুদের ধৈর্য কমছে। শ্রীরাম হলেন হিন্দুদের কাছে আস্থার শেষ কথা। হিন্দুরা ধৈর্য হারিয়ে ফেললে অনর্থ হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিনকয়েক আগেই ছত্তিসগড়ে প্রচারে এসে বলেছিলেন, রামমন্দির বানাতে হবে এবং দ্রুত বানাতে হবে। যোগী বলেন, সুপ্রিম কোর্টের দ্রুত রায় দেওয়া উচিৎ। তাঁরা যদি শবরীমালা নিয়ে রায় দিতে পারে, তা হলে রামমন্দির নয় কেন?