Friday, April 26, 2024
দেশ

সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতেই, বলছে পরিসংখ্যান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাচীনকাল থেকেই ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির সুনাম গোটা বিশ্বে জুড়ে। এবার World of Statistics চমকপ্রদ তথ্য সামনে নিয়ে এল। পরিসংখ্যান বলছে, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতেই (India)।

World of Statistics এর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে বিশ্ববিদ্যালয় রয়েছে ৫,২৮৮ টি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় রয়েছে ৩,২১৬ টি। তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ায় ২,৫৯৫টি বিশ্ববিদ্যালয় রয়েছে। চতুর্থ স্থানে থাকা চিনে ২,৫৬৫টি। পঞ্চম স্থানে ব্রাজিলে বিশ্ববিদ্যালয় রয়েছে ১,২৯৭টি। ষষ্ঠ স্থানে থাকা মেক্সিকোতে বিশ্ববিদ্যালয় রয়েছে ১,১৭৩ টি। সপ্তম স্থানে থাকা জাপানে ১,০৬৩টি। অষ্টম স্থানে থাকা রাশিয়াতে ১,০৫৮টি। নবম স্থানে থাকা ইরানে ৭০৪টি। দশম স্থানে থাকা ফ্রান্সে ৬১৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে।


এছাড়া জার্মানিতে ৪৫৯টি, কানাডাতে ৩৮৭টি, পোল্যান্ডে ৩৭৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। ~ Statista