মোদীতেই আস্থা, একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, ধরাশায়ী মহাজোট
নয়াদিল্লি: এখন পর্যন্ত যে ফলাফল এসে লোকসভা নির্বাচনের, তাতে দেখা গেছে, বিশাল ভোটের ব্যবধানে এগোচ্ছে ক্ষমতাসীন বিজেপির জোট। আর নিরঙ্কুশ বিজয় নিয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে গেরুয়া শিবির।
এখন পর্যন্ত খবর অনুযায়ী, ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন হলেও এনডিএ ৩৩৯টি আসনে এগিয়ে রয়েছে। এরমধ্যে কেবল বিজেপিই এগিয়ে ২৯৫টি আসনে।
PM Modi: Thank you India! The faith placed in our alliance is humbling & gives us strength to work even harder to fulfil people’s aspirations.Salute every BJP Karyakarta for their determination, perseverance & hardwork.They went home to home, elaborating on our development agenda pic.twitter.com/ODnRq2HJIv
— ANI (@ANI) May 23, 2019
বড় জয় পাওয়ার পর নরেন্দ্র মোদী টুইট করেছেন। তিনি এই ফলকে গোটা ভারতবাসীর বিজয় বলে উল্লেখ করেন।
টুইটারে মোদী লিখেছেন, আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। আমরা সবাই মিলে শক্তিশালী ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। বিজয়ী ভারত।