Thursday, June 19, 2025
Latestদেশ

রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক মুকেশ

নয়াদিল্লি: নির্ভয়ার ধর্ষক মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হল মুকেশ। শনিবার মুকেশের আইনজীবী বৃন্দা গ্রোভার একথা জানিয়েছেন।

সরকারি আইনজীবীর অভিযোগ, এই আবেদন করে আদতে মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া ‘দেরি’ করাতে চায়। তিনি বলেন, মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া ‘দেরি’ করতে এই পন্থার অবলম্বন করছে অপরাধী পক্ষ।


প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি মুকেশের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সেই প্রাণভিক্ষার আর্জি খারিজ নিয়েই শীর্ষ আদালতের গিয়েছে মুকেশ। এক্ষেত্রে ২০১৪ সালে শত্রুঘ্ন চৌহান বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের নির্ধারিত গাইডলাইনের উপর নির্ভর করছে সে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর গণধর্ষিত হয়েছিলেন ২৩ বছরের এক তরুণী। ঘটনার ১৩ দিন পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই তরুণী। ঘটনার পরে এতগুলি বছর কেটে গেলেও এখনও দোষীদের ফাঁসির সাজা কার্যকর করা হল না।