Monday, March 17, 2025
দেশ

এক প্লেট বিরিয়ানির জন্য নির্বাচনী প্রচারে মারামারি কংগ্রেস কর্মীদের, দেখুন ভিডিও

মুজাফফরনগর: উত্তরপ্রদেশের মুজাফফরনগরে বিরিয়ানি বণ্টনের সময় কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুজাফফরনগরের কংগ্রেস দলীয় প্রার্থী নাসিমুদ্দিন সিদ্দিকীর ভোটের প্রচারে বিরিয়ানি নিয়েই হাতাহাতি শুরু করে দেয় কংগ্রেস কর্মীরা। আর তা থেকেই বেঁধে গেল গণ্ডগোল। একে অপরের দিকে লাঠি নিয়ে তেড়ে গেলেন কংগ্রেস কর্মীরা। রীতিমতো রণাঙ্গনের চেহারা নেয় মুজফফরনগর। এই সংঘর্ষে কংগ্রেসের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সাবেক বিধায়ক মাওলানা জামিলের বাসভবনে কংগ্রেসের নির্বাচনী বৈঠক আয়োজন করা হয়েছিল। বৈঠকের পর দুপুরের খাবারের জন্য বিরিয়ানি পরিবেশন করার কথা ছিল। কিন্তু বৈঠকের আগেই বিরিয়ানি বণ্টন শুরু হলে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কংগ্রেস সমর্থকদের এলাকা থেকে তাড়িয়ে দেন। পুলিশ অফিসার রাম মোহন শর্মা বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ৯ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও যেকোনও ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় ওই গ্রামে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। প্রদেশের সরকারি কর্মকর্তারা বলেছেন, শনিবার নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই নির্বাচনী এক বৈঠকে বিরিয়ানি বণ্টন করছিল কংগ্রেস।