৩৭০ ধারা বাতিলে রাজনীতি দেখছে কংগ্রেস, আমরা দেখছি দেশপ্রেম: অমিত শাহ
মুম্বাই: সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করার মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর থেকে কংগ্রেস-সহ বিরোধিতা নিশানা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। রবিবার এ বিষয়ে কংগ্রেস ফের আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আমরা এক দেশ, এক প্রধানমন্ত্রী এবং এক সংবিধানের জন্যেই লড়াই করছি এবং করব।
মুম্বাইয়ের নির্বাচনী জনসভা থেকে বিরোধী দল কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস জাতীয় সুরক্ষা এবং অখণ্ডতার ইস্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছিল। ৩৭০ বাতিলের পর তীব্র প্রতিবাদও জানায় কংগ্রেস। রাহুলকে আক্রমণ করে অমিত শাহ বলেন, রাহুল গান্ধী এখন রাজনীতিতে এসেছেন, আর বিজেপির তিন প্রজন্ম কাশ্মীরে বলিদান দিয়েছেন।
অমিত শাহ বলেন, ভারতের প্রত্যেক নাগরিক মনেপ্রাণে কাশ্মীরকে দেশের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। তবে ৩৭০ ধারা কাশ্মীরের উন্নতির পথে অন্তরায় ছিল। তবে এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কারণ এখন আর কোনও অনুচ্ছেদ ৩৭০ বা অনুচ্ছেদ ৩৫ এ-র বাধা নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কংগ্রেসের কাছে কাশ্মীর বিষয়টি রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের কাছে কাশ্মীর দেশপ্রেমেরই অংশ।
অমিত শাহ এদিন দাবি করেন, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিরোধীদের একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে। বর্তমানে শিবসেনার সঙ্গে জোট করে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে এনডিএ। অমিত শাহ বলেন, মহারাষ্ট্রে ফের দ্বিতীয় মেয়াদে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
প্রসঙ্গত, শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই রাজ্য জুড়ে প্রায় ১১ কোটি মানুষ ভোটদান করবেন। ভোটের ফল প্রকাশিত হবে আগামী ২৪ অক্টোবর।