Thursday, September 19, 2024
দেশ

রাফায়েল নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলেই সরানো হল সিবিআই কর্তাকে: রাহুল গান্ধী

নয়াদিল্লি: সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনে (সিবিআই) রদবদলের ঘটনায় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়। রাফায়েল যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন তোলায় অলোক বার্মাকে সরানো হয়েছে। বৃহস্পতিবার ফের একই অভিযোগ তুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

রাহুল বলেন, সিবিআই ডিরেক্টরকে প্রধানমন্ত্রী সরাতে পারেন না। তাও আবার রাত দুটোর সময় সরানো হল সিবিআই অধিকর্তাকে। এটা বিচারব্যবস্থার প্রতি অপমান। রাহুলের দাবি, সিবিআই কর্তার বাড়ি থেকে লোপাট করা হয়েছে গুরুত্বপূর্ণ ফাইল। নরেন্দ্র মোদীকে ছাড়া হবে না। তাঁকে কেউ ছাড়বে না। রাফায়েল চুক্তি নিয়ে আম্বানিদের পকেট ভারি করেছেন মোদী। এ প্রশ্নের জবাব চাই।

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিটে অলোক বার্মা ও আস্থানাকে ছুটিতে পাঠিয়ে নাগেশ্বরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান অরুণ জেটলি। জেটলি বলেন, নিরপেক্ষ তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবং দেশের প্রধান তদন্তকারী সংস্থায় সর্বোচ্চ পর্যায়ের সংহতি ধরে রাখতে এই পদক্ষেপ জরুরি ছিল। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, ততক্ষণ ছুটিতেই থাকবেন বার্মা ও আস্থানা।

এদিকে অলোক বার্মা এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাঁর হাত থেকে দায়িত্ব কেড়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। সিবিআইকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট আগেই দিয়েছিল, সরকারের এই হস্তক্ষেপ সেই নির্দেশের বিরুদ্ধে যাচ্ছে বলে বার্মার দাবি।