Monday, March 24, 2025
দেশ

পাকিস্তানের মানুষের জন্য ইস্তেহার তৈরি করেছে কংগ্রেস: মোদী

ইম্ফল: স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ফের একবার কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর বাক্যবাণে রীতিমত কংগ্রেস শিবিরকে তীব্র কটাক্ষ করেন। রবিবার নির্বাচনী প্রচারে মণিপুরে গিয়ে কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ করেন মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, কংগ্রেসের ইস্তেহার ভারতবাসীর জন্য তৈরি করা হয়নি। তাঁর দাবি, কংগ্রেসের ইস্তেহার তৈরি করা হয়েছে পাকিস্তানের মানুষদের জন্য।

পাশাপাশি, পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার করা এয়ার স্ট্রাইকের প্রসঙ্গ তুলে মোদী বলেন, এই প্রথম সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সীমান্তের ওপারে গিয়ে অভিযান চালানো হয়েছে। কিন্তু কংগ্রেস প্রমাণ চাইছে। মোদী বলেন, কংগ্রেস অপপ্রচারের সঙ্গী হয়েছে, যা পাকিস্তান গোটা বিশ্বজুড়ে ছড়ায়। কংগ্রেসের ভুয়ো নথি নিয়ে পাকিস্তান ইদানীং বেশি হইচই করছে।

প্রধানমন্ত্রী বলেন, ভারতীয়রা সেনাবাহিনীর উপর ভরসা করে। তবে দেশবাসী আর কংগ্রেসকে বিশ্বাস করে না। মোদী বলেন, কংগ্রেস বলছে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেউ কেড়ে নিতে পারবে না। পাকিস্তানের সরকারও একই অবস্থান নিচ্ছে। প্রধানমন্ত্রীর প্রশ্ন, এর সংযোগ কী?

উল্লেখ্য, এদিনের একটি সাক্ষাৎকারে মোদী বলেন, কংগ্রেসের ট্র্যাক রেকর্ড দেখুন। ২০০৪ সালে ওরা বলেছিল সমস্ত বাড়ির জন্য বিদ্যুৎ চাই। ২০০৯ সালে তাঁরা বলে গ্রামীণ এলাকায় ইলেকট্রিফিকেশন হবে। এটা সম নেবে বলেছিল, কিন্তু ২০১৪ সাল পর্যন্ত কিছুই করে দেখাতে পারেনি।