২৩মে-এর পর কংগ্রেস থাকবে না, ওদের ইস্তেহারও থাকবে না: মোদী
কলকাতা: শিলিগুড়ির পর কলকাতার ব্রিগেড ময়দানের সভায় একযোগে কংগ্রেস এবং তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তুষ্টির রাজনীতি করে বলে কংগ্রেস সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নরম অবস্থান নেয়।
কংগ্রেসের ইস্তেহারকে হাতিয়ার করেন মোদী। ইস্তেহার পত্রে কয়েকটি আইন তুলে দেয়ার কথা বলেছে কংগ্রেস। সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দেয়া থেকে শুরু করে আরও কিছু বিষয় সেখানে আছে। একথা উল্লেখ করে মোদী বলেন, কংগ্রেস এমন কথা বলছে যাতে আতঙ্কবাদীদের সুবিধা হবে, পাকিস্তান খুশি হবে। আর যাঁরা কংগ্রেস থেকে ভেঙে বেরিয়েছেন তাঁরাও রাজনৈতিক জমি হারাচ্ছেন বলে দেশ বিরোধী কথা বলছেন।
মোদী বলেন, মে মাসের ২৩ তারিখের পর কংগ্রেসও থাকবে না ওদের ইস্তেহারও থাকবে না। গত জানুয়ারি মাসে হয়ে যাওয়া তৃণমূলের ব্রিগেড সমাবেশকে লক্ষ্য করে মোদী বলেন, আলাদা আলাদা রাজ্য থেকে নেতারা এসে বললেন মোদী হাটাও। কেন বললেন? মোদীর কী দোষ? গরিবের মাথায় ছাদ দেয়া অন্যায় হলে সেই অন্যায় আমি করেছি।
মোদী বলেন, খুব কম সময়ের মধ্যেই সভার আয়োজন হয়েছে। তবু এত ভিড় হয়েছে। ২৩ মে কী হবে সেটা বঙ্গ ভূমির এই ভিড় দেখেই রাজনৈতিক পন্ডিতরা বুঝতে পারবেন। বাংলা বিপ্লব আর কবিতার জায়গা। এখান থেকেই নতুন দেশ গড়ার কাজ শুরু হবে। ব্রিগেডে এত বড় সভা আগে কখনও হয়নি। আমি কথা দিচ্ছি, যে ভালোবাসা আপনারা দিচ্ছেন তা আমি উন্নয়ন করে ফিরিয়ে দেব। বাংলার প্রতিটি কোণ থেকে সমর্থন পেয়েছি। ভারতের জয়জয়কার হচ্ছে, ভারত যা করার স্বপ্ন দেখত এখন সেটাই হচ্ছে।