Sunday, March 16, 2025
দেশ

প্রিয়াঙ্কার প্রচার করা ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিতেই শোচনীয় ভাবে হারলো কংগ্রেস

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বের ওপর ভরসা করতে পারছে না বলেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে নামানো হয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়। তবে অনেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে কংগ্রেস শিবিরের আশার আলো মনে করেছিলো। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে কংগ্রেস দলের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী নানা কেন্দ্রে ভোটের প্রচার চালালেও তার মধ্যে প্রায় সবকটিতেই কংগ্রেস হেরেছে।

দলীয় সূত্রে খবর, এবছর লোকসভা ভোটের প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশের মোট ৩১ টি আসনে জোর প্রচার চালান। তবে ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার প্রচার করা ৩১টি কেন্দ্রের মধ্যে ৩০টিতে বিজেপির কাছে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে।

ভোটের ফলাফল সামনে আসতে থাকায় দাদা রাহুলের বাসভবনের দিকে যাত্রা করেন প্রিয়াঙ্কা গান্ধী। মনে করা হচ্ছে আগামী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতেই কংগ্রেস সভাপতির সঙ্গে দেখা করেন সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধী।

প্রসঙ্গত, কংগ্রেসের দুর্গ আমেঠীতেও স্মৃতি ইরানির কাছে হেরেছেন রাহুল গান্ধী।