‘বিশ্বাসঘাতক’ বলায় বিজেপি নেতাকে জলের গ্লাস ছুঁড়ে মারলেন কংগ্রেস মুখপাত্র
নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত দেশের রাজনীতি। সেই উত্তাপের আঁচ টিভি শো-তেও। লাইভ শো-তে বসে বির্তকে জড়াচ্ছেন অনেক নেতা, করছেন একে অন্যকে আক্রমণ। একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে শো চলাকালীন বিজেপি নেতা কে কে শর্মাকে জলভর্তি গ্লাস ছুড়ে মারলেন কংগ্রেস নেতা অলোক শর্মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা অলোক শর্মাকে ‘বিশ্বাসঘাতক’ বলেন বিজেপি নেতা কে কে শর্মা। এতে মেজাজ হারিয়ে টেবিলে থাকা একটি জলের গ্লাস ছুড়ে মারেন অলোক শর্মা। এতে সভার অ্যাংকরের গায়ে জল পড়লে তার জ্যাকেট ভিজে যায়। অনুষ্ঠানের বাকি অংশ শেষ করতে ওই উপস্থাপককে পোশাক পরিবর্তন করতে হয়।
सबसे बड़ा सवाल शो के दौरान BJP प्रवक्ता @BJPKKSharma ने ग़द्दार कहा तो कांग्रेस प्रवक्ता Alok Sharma ने पानी से भरा ग्लास फेंक कर मारा.
पूरा शो – https://t.co/AGjILfJhk7@INCIndia @INCUttarPradesh @rssurjewala @priyankac19 @BJP4India @sambitswaraj @BJP4UP @manakgupta pic.twitter.com/Jr2NYnu4MP
— News24 India (@news24tvchannel) 6 April 2019
পরে দুই নেতাকেই এই কাজের জন্য তিরস্কার করেন অনুষ্ঠানের উপস্থাপক। একইসঙ্গে অনুষ্ঠানে কোনও আপত্তিকর শব্দ উচ্চারণ করা উচিত হয়নি বলে বিজেপি নেতাকে সতর্ক করে দেওয়া হয়।
এদিকে অলোক শর্মা জলের গ্লাস ছুড়ে মারার জন্য বিজেপে নেতা কে কে শর্মা ক্ষমা চাইতে বলেন। তখন উল্টো অলোক শর্মা তাকে বিশ্বাসঘাতক বলার জন্য ক্ষমা চাইতে বলেন। যদিও তিনি ক্ষমা চাইতে রাজি হননি।