Friday, December 13, 2024
রাজ্য​

মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেসের এই ‘হেভিওয়েট’ নেতা

কলকাতা: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙতে পারে প্রদেশ কংগ্রেসের ঘর। এবার ঘর ভাঙতে পারে খাস কলকাতায়। কলকাতা কংগ্রেসের নেতা যোগ দিতে পারেন বিজেপিতে। সূত্রের খবর, লোকসভার আগেই মধ্য কলকাতার জেলা সভাপতি সুমন পাল শীঘ্রই কংগ্রেসের পাঠ চুকিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন। দলের অন্দরে তিনি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত।

সূত্রের খবর, কংগ্রেস নেতা সুমন পালের বিজেপিতে যোগদান একপ্রকার পাকা। তিনি দলবল নিয়েই বিজেপিতে যোগ দেবেন বলেও জানা গিয়েছে। দলের শাখা সংগঠনের মাথায় থাকা কয়েকজন নেতাকে নিয়েই তিনি যোগ দিতে পারেন। দলের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতা সুমন পালের সঙ্গে গেরুয়া শিবিরে যোগদান করতে পারেন বলে জানা গিয়েছে। যুব কংগ্রেসেরও এক সংখ্যালঘু নেতাও সুমন পালের টিমে আছে বলে খবর।

তবে দলবদলের জল্পনা উড়িয়ে দিয়ে সুমন পাল বলেন, এসব নিছকই জল্পনা। মধ্য কলকাতার জেলা সভাপতি বলেন, নির্বাচন আসছে এমন রটনা অনেক হবে। আগে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কথা হত, আর এখন বিজেপিতে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ একাধিক নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন হুমায়ুন কবীর, নীলাঞ্জন রায়ের মতো নেতারা। সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর অনেক অধীর-ঘনিষ্ঠ নেতা হালে পানি পাচ্ছেন না বলে অভিযোগ। তাঁরাই কংগ্রেস ছাড়তে পারেন। তবে যদি  লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করে তাহলে কংগ্রেস শিবিরে বড়সড় ধাক্কা লাগবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।