কংগ্রেস আমার কোনও কথাই শোনেনি, দল ছেড়ে বললেন সাবিত্রীবাই ফুলে
নয়াদিল্লি: বৃহস্পতিবার কংগ্রেস ছাড়লেন সাবিত্রীবাই ফুলে। তিনি এবারের লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ৯ মাসের মধ্যে কংগ্রেস ছাড়ার পরে তাঁর অভিযোগ, তাঁর কোনও কথাই শোনেনি কংগ্রেস। তাঁর অভিযোগ, বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও পার্থক্য নেই।
সাবিত্রীবাই ফুলে বলেন, কংগ্রেসে আমার কোনও কথা শোনা হয়নি, তাই আমি পদত্যাগ করলাম। আমি নিজের দল গঠন করব। নিজের পদত্যাগপত্র দেখিয়ে তিনি বলেন, তাঁর নতুন দল ‘বহুজন হিতায়ে, বহুজন সুখায়ে’ আদর্শকে অনুসরণ করবে।
গত মার্চে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন সাবিত্রীবাই ফুলে। তখন বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ ছিল, ১৪ বছরে বিজেপি সমাজে বিভেদ ও অসাম্য সৃষ্টি করতে চেয়েছে। পাশাপাশি, সংরক্ষণের বিষয়েও বিজেপি তেমন পদক্ষেপ করেনি বলেও অভিযোগ করেন তিনি।
এবার কংগ্রেস ত্যাগের পর প্রিয়ঙ্কা গান্ধী ভঢরার বিরুদ্ধে তাঁর অভিযোগ, আমি প্রিয়ঙ্কা গান্ধীকে অনুরোধ করেছিলাম সংবিধান লঙ্ঘন করা ও ইভিএম ব্যবহার নিয়ে একটি আন্দোলন করার অনুমতি দেওয়া হোক তাঁকে। জবাবে প্রিয়ঙ্কা গান্ধী আমাকে বলেন, কংগ্রেস সরকার ইভিএম আনার সিদ্ধান্ত নিয়েছিল। তাই আমি এর প্রতিবাদ করতে পারব না।