মোদীর অনুপ্রেরণায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস নেতা রাকেশ সিং
নয়াদিল্লি: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাকেশ সিং৷ সোমবার নয়াদিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন রাকেশ সিং। তাঁকে উত্তরীয় পরিয়ে গেরুয়া শিবিরে স্বাগত জানান বিজেপি নেতারা।
পাশাপাশি, এদিন বিজেপিতে যোগদান করেন কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্য ও এআইসিসির সদস্য ডঃ গৌতম ঘোষ ও তৃণমূলের আইনি সেলের সদস্য দেবযানী দাশগুপ্ত।
মূলত আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন এলাকা সহ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় রাকেশ সিংয়ের যথেষ্ট প্রভাব রয়েছে। তাছাড়া রাকেশ সিং, অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
বিজেপিতে যোগ দেওয়ার পর রাকেশ সিং বলেন, কংগ্রেসে আর কাজ করার পরিবেশ নেই। দম বন্ধ হয়ে আসছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হতেই আমি বিজেপিতে যোগ দিলাম।