সভাপতির পদে সোনিয়া, পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে খোঁচা দিলীপ ঘোষের
কলকাতা: দীর্ঘ টালবাহানা পর সোনিয়া গান্ধীকে সাময়িকভাবে দলের সভাপতি করেছে কংগ্রেস। প্রায় ২ বছর পর পুরনো পদে ফিরেছেন সোনিয়া। আর এরপরই ফের কংগ্রেসকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। গান্ধী পরিবার ছাড়া কংগ্রেসের গতি নেই বলে সমালোচনায় মুখর হয়েছে তারা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
রবিবার দিলীপ ঘোষ বললেন, ঘোর বিপর্যয়ে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস। পরাজয়ের দায় নিয়ে দায়িত্ব ছেড়েছিলেন রাহুল গান্ধী। আবেদন নিবেদনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে দলের হাল ধরবে কে? অনেক খুঁজেও সন্ধান মেলেনি অ-গান্ধী পরিবারের কারোও। শেষ পর্যন্ত অন্তবর্তী প্রধান হয়ে কংগ্রেসের নেতৃত্বে সোনিয়া। লোকসভায় গান্ধীদের নেতৃত্বাধীন কংগ্রেসকে মানুষ গ্রহণ করেনি। তবুও, দলের হাল ধরলেন রাজীব জায়া।
মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আরো বলেন, কংগ্রেস ফের প্রমাণ করল গান্ধী পরিবারের বিরুদ্ধে তারা কিছু ভাবতে রাজি নয়। পরিবারতন্ত্রের উদাহরণ এটা। যা অদ্ভূত বিষয়।
দিলীপবাবু আরো বলেন, এবার কংগ্রেস ও গান্ধি পরিবারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠে গেল। ভোটে দেশবাসী শুধু কংগ্রেসকে বর্জন করেনি। একই সঙ্গে ছুঁড়ে ফেলেছিল গান্ধীদের নেতৃত্বকে। কিন্তু ওঁরা মানুষের মতকে মর্যাদা দেয়নি কোনো দিনই।