Thursday, September 19, 2024
দেশ

বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের অন্যতম হেভিওয়েট নেতা

ভোপাল: মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে জোর ধাক্কা খেল কংগ্রেস। দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রাক্তন সাংসদ তথা প্রভাবশালী দলিত নেতা প্রেমচাঁদ গুড্ডু যোগ দিলেন বিজেপিতে। মালওয়া এলাকার হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম ছিলেন প্রেমচাঁদ। যার জেরে গেরুয়া শিবিরে এখন খুশির হাওয়া। বিজেপি মহাসচিব কৈলাশ বিজয়বর্গীয় বলেন, কংগ্রেসের মধ্যে এখন দমবন্ধকর পরিস্থিতি। সেই কারণেই প্রেমচাঁদ দলবদল করলেন।

পদ্ম শিবিরে যোগ দিতেই মিলেছে টিকিট। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন প্রেমচাঁদ। ঘাটিয়া থেকে তিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে কংগ্রেসের উপর ক্ষোভ উগরে দিলেন প্রেমচাঁদ। তিনি বলেন, দলিত কিংবা গরীব। কারও কোনও সমস্যা বোঝারই চেষ্টা করেনা কংগ্রেস। দলের নেতা নেত্রীরা শুধুমাত্র নিজেদের মধ্যে তু-তু, ম্যা-ম্যা করতে থাকে। সেই কারণেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে আমি বাধ্য হয়েছি।

এদিকে, মধ্যপ্রদেশে কংগ্রেসের পরিস্থিতি এই মুহূর্তে খুবই সংকটজনক। কমল নাথ এবং জ্যোতিরাদিত্য কোনওরকমে কংগ্রেসের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন। তবে, এরইমধ্যে দ্বিগ্বিজয় সিংকে নিয়েও দলের মধ্যে জল্পনা বাড়ছে। সূত্রের খবর, মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রার্থী নির্বাচন করতে গিয়ে বৃহস্পতিবার বিতর্ক চরমে ওঠে। জ্যোতিরাদিত্যের সঙ্গে তর্কাতর্কি চলায় ওয়াকআউট করেন দিগ্বিজয়।