Thursday, January 23, 2025
দেশ

‘মৃত্যুর পর বাবাকে যথাযথ সম্মান দেয়নি কংগ্রেস’, ক্ষোভ উগরে দিলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কংগ্রেস যথাযথ সম্মান জানায়নি—এমন বিস্ফোরক দাবি করলেন তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যের দিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কংগ্রেসের প্রতি তাঁর ক্ষোভ প্রকাশ করেন।

শর্মিষ্ঠার অভিযোগ

শর্মিষ্ঠা লিখেছেন, প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর পর কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC) কোনও শোকসভা করেনি। তিনি দাবি করেন, একজন প্রবীণ কংগ্রেস নেতা তাঁকে বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতিদের জন্য CWC-তে শোকসভা করার কোনও রীতি নেই। কিন্তু শর্মিষ্ঠার মতে, এই দাবি মিথ্যা।


তিনি আরও জানান, তাঁর বাবার লেখা ডায়েরিতে উল্লেখ রয়েছে যে প্রাক্তন রাষ্ট্রপতি কেআর নারায়ণনের মৃত্যুর পর CWC-তে শোকসভা আয়োজন করা হয়েছিল এবং সেই শোকবার্তা স্বয়ং প্রণব মুখোপাধ্যায় লিখেছিলেন।

মনমোহন সিংয়ের শেষকৃত্য ও শর্মিষ্ঠার পোস্ট

শনিবারই দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়। এই বিশেষ দিনে শর্মিষ্ঠার পোস্ট কংগ্রেসের অভ্যন্তরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

রাজনৈতিক প্রতিক্রিয়া

শর্মিষ্ঠার এই মন্তব্যে কংগ্রেস নেতৃত্ব এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে তাঁর পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রণব মুখোপাধ্যায় দীর্ঘদিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁর অবদানের প্রতি এমন আচরণ শর্মিষ্ঠার মতে হতাশাজনক।

বাবার স্মৃতিচারণ ও আক্ষেপ

শর্মিষ্ঠার পোস্টে বাবার প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে আক্ষেপ ফুটে উঠেছে। প্রণব মুখোপাধ্যায় শুধু কংগ্রেস নয়, সারা দেশের গর্ব ছিলেন। তাঁকে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ কংগ্রেসের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।