Thursday, September 19, 2024
দেশ

রাম মন্দির বিতর্কে এই প্রথমবার মুখ খুললেন মোদী, কি বললেন তিনি?

জয়পুর: ২০১৯ লোকসভা নির্বাচনের মুখে ক্রমশ জোরাল হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি। কেন্দ্র এবং উত্তরপ্রদেশে দুই জায়গাতেই বিজেপি পরিচালিত সরকার ক্ষমতায় থাকার কারণে গেরুয়া শিবিরের উপরে বিষয়টি নিয়ে চাপ বাড়ছে। চলমান রাম মন্দির বিতর্ক নিয়ে রবিবার প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজস্থানের আলোয়াড়ে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, কংগ্রেস এই ইস্যুতে বিচারবিভাগকে পর্যন্ত ভয় দেখাতে চেয়েছে। অযোধ্যা শুনানি যাতে ২০১৯ নির্বাচন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়, তাঁরা সুপ্রিম কোর্টকে সেই দাবিও জানিয়েছে। এমনকি তত্‍কালীন প্রধান বিচারপতিকে ইমপিচমেন্টের ভয় দেখাতেও তারা পিছপা হযনি। এই জাতীয় জিনিস কীভাবে মেনে নেওয়া যায়? বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগও তোলেন কংগ্রেসের বিরদ্ধে।

মোদী বলেন, অযোধ্যা ইস্যুর মতো কোনও জটিল বিষয়ে সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারপতি দেশকে ন্যায় দেওয়ার চেষ্টা করছেন। এজন্য আদালত সাবার মতামতই জানতে চায়। তবে কংগ্রেস বিচারবিভাগকে পর্যন্ত ভয় দেখাতে চেয়েছে। তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছেন। বিচারব্যবস্থার ওপরে কংগ্রেসের কোনও আস্থা নেই। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। দেশের বিচারব্যবস্থাকে এভাবে রাজনীতিতে আনা কি ঠিক? আপনারাই বলুন।

কংগ্রেসকে হুশিয়ারি দিয়ে মোদী বলেন, কংগ্রসের এই রকম ষড়যন্ত্র সফল হতে দেব না। ওরা বিচারব্যবস্থাকে নষ্ট করার খেলায় নেমেছে। প্রধানমন্ত্রীর কথা থেকেও স্পষ্ট, তিনি চাইছেন অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে যত দ্রুত সম্ভব শুনানি হোক। ক্ষমতাসীন বিজেপির ইশতেহারেও বলা হয়েছে, তারা রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায়ই মেনে নেবে। সেই কারণেই সকল রাম ভক্তকে প্রশাসন এবং আদালতের উপরে ভরসা রাখার আবেদন জানিয়েছেন তিনি।