Monday, March 24, 2025
রাজ্য​

সব পরাজিতরাই হেরো নয়: মমতা

কলকাতা: রাজ্যেও মোদী হাওয়া। এখনও পর্যন্ত ট্রেন্ড বলছে মমতার দল তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মোদীর বিজেপি। তৃণমূল এগিয়ে থাকলেও জোর টক্কর দিচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে জয়ীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনায় বিজেপির ফের ক্ষমতায় ফেরার আভাস স্পষ্ট হওয়ায় এ ভাবেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেত্রী। বললেন, ফল পর্যালোচনা করে দেখা হবে।

টুইটে মমতা লিখেছেন, ‘জয়ীদের অভিনন্দন। তবে সব পরাজিতই পরাজিত নন। আমাদের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। সবার সঙ্গে আমাদের মতামত শেয়ার করব।’


রাজ্যে ৪২ টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২৩টি আসনে। কলকাতা দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়। বিজেপি এগিয়ে ১৮ টি আসনে। একটি মাত্র আসনে এগিয়ে কংগ্রেস। ট্রেন্ড অনুযায়ী বাংলা থেকে বামেরা কার্যত ধুয়ে মুছে সাফ। একটি আসনেও এগিয়ে নেই বামেরা।

আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, বনগাঁ, কোচবিহার, বিষ্ণুপুর, আসানসোল, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বর্ধমান-দুর্গাপুর ও রানাঘাটে বিজেপি। বাঁকুড়ায় পিছিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়, হুগলিতে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, যাদবপুরে এগিয়ে মিমি চক্রবর্তী, বারাকপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং, ঘাটালে এগিয়ে দেব, কোচবিহারে এগিয়ে নিশীথ প্রামানিক।

বসিরহাট, আরামবাগ, মেদিনীপুর, বালুরঘাট, কলকাতা উত্তর ও দক্ষিণ, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, কাঁথি, বারাসত, বর্ধমান পূর্ব, হাওড়া, তমলুক, মথুরাপুর, মুর্শিদাবাদ, বোলপুর, বীরভূমে এগিয়ে তৃণমূল।