Tuesday, March 25, 2025
রাজ্য​

আজ ভাটপাড়ায় আস্থাভোট, বোর্ড গঠন করতে বিজেপির চাই ১৮ কাউন্সিলরের সমর্থন

ভাটপাড়া: লোকসভা নির্বাচনের আগে অগ্নি পরীক্ষা বিজেপি নেতা অর্জুন সিংয়ের। আজ ভাটপাড়ায় আস্থা ভোট। ভাটপাড়া মোড় থেকে আর্য্য সমাজ মোড় পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। অশান্তি এড়াতে এলাকায় ২৫০ পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

ভাটপাড়া পুরসভার আস্থাভোটের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। অনাস্থার জন্য বৈঠক ডেকেছেন উপ পুরপ্রধান। ৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে।

তৃণমূলের দাবি, তাঁদের পক্ষে রয়েছে অন্তত ২২ জন কাউন্সিলর। অন্যদিকে, প্রকাশ্যে ১১ জন কাউন্সিলর রয়েছেন অর্জুন সিংয়ের সঙ্গে। ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই ভাটপাড়ায় বোর্ড গঠন করবে বিজেপি।

প্রসঙ্গত, গত মাসে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। তারপর থেকেই ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয় রাজনীতির ময়দানে। অর্জুনকে পদচ্যূত করতে অনাস্থা আনে তৃণমূল। ফলে আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব।