Tuesday, March 25, 2025
দেশ

‘মিনি পাকিস্তানে পরিণত হয়েছে বিহার, বিপন্ন রাজ্যের হিন্দুরা, রাজ্যে এনআরসি করা হোক’

পাটনা: এবার বিহারে অবিলম্বে এনআরসি কার্যকর করার পক্ষে সওয়াল হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ গোপাল নারায়ণ সিং। গোপাল নারায়ণ সিং জানিয়েছেন, রাজ্যের সীমাঞ্চলে একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা অতিরিক্ত পরিমাণে বেড়েই চলেছে। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সেখান থেকে চলে আসতে বাধ্য হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গোপাল নারায়ণ সিং বলেন, বিহারের সীমাঞ্চলে বিশেষ করে কাটিহার, পূর্ণিয়া, কিশানগঞ্জ এবং আরারিয়ায় জেলায় একটি বিশেষ সম্প্রদায়ের জনসংখ্যা বিপুল পরিমাণে বেড়েই চলেছে। ফলে ওই অঞ্চলটি মিনি পাকিস্তানে পরিণত হয়েছে। জনসংখ্যার আনুপাতিক হার ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিপুল সংখ্যায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা সেখান থেকে চলে আসতে বাধ্য হচ্ছে।

গোপাল নারায়ণ সিং দাবি করেন, ওই অঞ্চলে এনআরসি কার্যকর করা হলে প্রকৃত অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। বিহারে যারা এনআরসির বিরোধিতা করবে তাঁদের বিরোধিতার কারণটা ব্যাখ্যা করতে হবে। রাজনীতির উর্দ্ধে ওঠে দলমত নির্বিশেষে সকলের উচিত এনআরসিকে সমর্থন করা উচিৎ। শুধু বিহারের জন্য নয় গোটা দেশের স্বার্থে তা কার্যকর করা উচিৎ বলে তিনি জানান।

প্রসঙ্গত, অসম এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখেরও বেশি লোককে বাদ দেওয়া হয়েছে। তবে, বাদ পড়া ব্যক্তিরা তাদের ভারতীয় প্রমাণ করার জন্য ১২০ দিন সময় পাবেন, ট্রাইব্যুনালে আবেদন করার জন্য। অসমে এনআরসি তালিকাটি করা হয়েছে সে রাজ্যে বসবাসরত অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে।