Tuesday, March 25, 2025
দেশ

১৫ দিনের মধ্যে কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে: অমিত শাহ

নয়া দিল্লি: ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকায় হিংসার ঘটনার আশঙ্কায় গত ৫ আগস্ট থেকে গোটা জম্মু ও কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় ফোন ও ইন্টারনেট পরিষেবা। তবে দিন ১০-১২-র মধ্যেই একটু একটু করে সরকারি অফিস স্কুল খুললেও এই কমিউনিকেশন ব্ল্যাক আউট কিন্তু এখনও কাশ্মীরে বলবৎ রয়েছে।

মঙ্গলবার কাশ্মীরি প্রতিনিধিদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লিতে আসে। সেই প্রতিনিধি দলকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আগামী ১৫ দিনের মধ্যেই কাশ্মীর সহ উপত্যকায় আর কমিউনিকেশন ব্ল্যাক আউট থাকবে না।

এ দিন কাশ্মীরের গ্রামের প্রধানদের ১০০ জনের একটি দলের সঙ্গে দেখা করলেন অমিত শাহ। গত পঞ্চায়েত নির্বাচনে যাঁরা জঙ্গি আক্রমণের ভয়কে তুচ্ছ করে সাহসিকতার সঙ্গে নির্বাচনে লড়েছেন। জয়ী হয়েছেন। এঁদের প্রত্যেকের জন্যই ২ লাখ টাকার অঙ্কের জীবনবিমার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ইতিমধ্যেই সরকারি অফিসগুলোতে অচলায়তন কেটে পুরোদমে কাজকর্ম শুরু হয়েছে। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, হাইস্কুল গুলিতেও নিয়মিত ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। পড়ুয়াদের উপস্থিতির হারও দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।