Monday, June 16, 2025
Latestদেশ

পাশ নাগরিকত্ব বিল, মোদী-শাহকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ

লখনউ: পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিল বুধবার রাজ্যসভায় পাশ হল। সোমবারই বিলটি পাশ হয়েছে লোকসভাতেও। এবার বিলটি যাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। রাষ্ট্রপতি সই করলেই বিলটি আইনে পরিণত হবে।

রাজ্যসভায়  বিলটি পাশ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদজ্ঞাপন করেছেন তিনি।

যোগী আদিত্যনাথ বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাশ করানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতের সংসদীয় ইতিহাসের এই সুবর্ণ দিনটি কেবল মোদীজির কারণেই সম্ভব হয়েছে। এটি কংগ্রেস পার্টি ও তার সমর্থকদের আসল চেহারা প্রকাশ করেছে।


এদিন রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি এবং ১০৫টি ভোট পড়েছে বিলের বিপক্ষে। বিলটি পাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ ভারতের ঐতিহাসিক দিন এবং দেশের সহানুভুতি ও সৌভ্রাতৃত্বের আদর্শ। যাঁরা বিলটির পক্ষে ভোট দিয়েছেন, তাঁদেরকে ধন্যবাদ জানাই।