CAA বিরোধীদের নিজস্ব স্টাইলেই বুঝে নেব: যোগী আদিত্যনাথ
নয়াদিল্লি: ২০১৯ সালের ১২ ডিসেম্বর সংসদে পাশ হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন। এরপর থেকেই সিএএ-এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এর মধ্যে সম্প্রতি ৩২ হাজার শরণার্থীর নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বিক্ষোভকারীদের নিজস্ব স্টাইলেই বুঝে নেবে প্রশাসন।
নাগরিকত্ব সংশোধনী আইন সমর্থনে আগ্রায় একটি সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, চিন্তা করবেন না। সরকার এবং প্রশাসন নিজস্ব স্টাইল খুঁজে বের করেছে সমস্যা সমাধানের। প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। কিন্তু দেশবিরোধী কাজ করার অধিকার কারও নেই।
CM Yogi Adityanath, in Agra: Don’t worry! The government and administration will find a solution to this, in their style. Everyone has the right to protest & put forward their point of view but no one has the liberty to indulge in anti-national activities in its pretext. https://t.co/A38mQOuP9i
— ANI UP (@ANINewsUP) January 23, 2020
মুখ্যমন্ত্রীর কথায়, যারা সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা ভীতু। নিজেরা পিছনে লুকিয়ে শিশু আর মহিলাদের সামনে ঠেলে দিচ্ছে। তবে এই মহিলারা জানেনও না কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তারা।
যোগী আদিত্যনাথ বলেন, বিরোধীরা দেশের মানুষকে সিএএ সম্পর্কে ভুল তথ্য দিয়ে দেশব্যাপী অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। দ্রৌপদীর মতো দেশের বস্ত্রহরণ করছে সিএএ বিরোধীরা বলেও মন্তব্য করেন তিনি।