Thursday, September 19, 2024
কলকাতা

আগামী ২৯ শে অক্টোবর দুদিনের সফরে কোচবিহার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দুদিনের সফরে আগামী ২৯ শে অক্টোবর কোচবিহারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। ২৯ অক্টোবর তিনি কোচবিহারে পৌঁছাবেন। মঙ্গলবার জেলা শাসক দপ্তরের পাশে নব নির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী এই অডিটোরিয়ামের নামকরণ করেছেন ‘উত্‍সব’। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ জানিয়েছেন, প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে গড়ে ওঠা ওই অডিটোরিয়ামটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মমতা বন্ধ্যোপাধ্যায় নিজেই ওই অডিটোরিয়ামের নাম দিয়েছেন উৎসব। ২৯ অক্টোবর অডিটোরিয়ামটির উদ্বোধনের পর সেখানেই একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ৩০ অক্টোবর কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা বেনিফিসারিদের হাতে তুলে দেবেন।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসন বৈঠক করছেন। তবে লোকসভা নির্বাচনের আগে জেলায় দলের অন্দরে যাবতীয় ফাটল দূর করার ব্যাপারে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও রাজনৈতিক মহলের নজর রয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, বাগডোগরা থেকে চপারে করে মুখ্যমন্ত্রী কোচবিহারে পৌঁছবেন।