কাশ্মীরে ৫ শ্রমিকের হত্যার প্রতিবাদে কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: দক্ষিণ কাশ্মীরের কুলগামে পাঁচজন বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। নিহত পাঁচজনই মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামের বাসিন্দা। নিহত পাঁচ শ্রমিকের নাম কামারুদ্দিন শেখ, মুর্সালিম শেখ, মহম্মদ রফিক, নিজামুদ্দিন শেখ, মহম্মদ রফিকুল শেখ।
এই হত্যাকান্ডের বিরুদ্ধে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফেসবুকে ‘কাশ্মীর’ কবিতা টি পোস্ট করলেন তিনি। কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ওরা নিরীহ শ্রমিক। টাকার জন্য কাজে গিয়েছিলেন। কেন ওদের মারার দরকার হল?
কাশ্মীর
কেন ঝরলো এত রক্ত?
নিষ্পাপ শ্রমিকদের,
ফুল সামগ্রীর সম্ভার কাশ্মীরি উপত্যকায়?
কারা আছে এর পশ্চাতে?
কোন অপরাধী তো তারা নয়?
শ্রমের বিনিময়ে কাজ করবার
উত্সাহ ছিল তাদের।
বরাবর তারা এভাবেই কাজ করেছে
তাদের প্রিয় কাশ্মীর সুন্দরিণীতে,
তবে আজ কি হল?
আপল-এর বাগানগুলোতে
ওরা তো আপেল-এর সাথে
ওদের খেলাতে মগ্ন ছিল।
লাল টকটকে আপেল
ওদের রক্তে লাল থেকে
হয়ে গেল কালো বিদীর্ণ!
তবে কি আজ ওদের দেখার কেউ নেই?
ভগ্ন হৃদয়ে ফিরে এল কফিন
জীবন্ত মানুষগুলো আর ফিরল না।
আর কোন দিনই ওরা ফিরবে না।
তবে কি আতঙ্ক গ্রাস করল
আমাদের স্বর্গভূমি কাশ্মীরকে?
কাশ্মীরে পাঁচ শ্রমিকের হত্যায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাশ্মীরে যেভাবে নিরাপরাধ শ্রমিকদের গুলি করে মারা হয়েছে তাতে আমি স্তম্ভিত। কোনও রকম সান্তনার শব্দই নিহতদের পরিবারের শোক কমাতে পারবে না। নিহতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে। নিহত শ্রমিকদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মমতা।