Sunday, September 15, 2024
রাজ্য​

৪৬ ঘণ্টা পর ধর্না তুলে নিলেন মমতা, পরবর্তী কর্মসূচি দিল্লিতে

কলকাতা: টানা ৪৬ ঘণ্টা পর ধর্না প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতায় ধর্না প্রত্যাহার করলেও ১৩ ও ১৪ ফেব্র‌ুয়ারি রাজাধানী দিল্লিতে একই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

মমতা বলেন, ভারতের গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে ছিল এই ধর্না। এই ধর্না কোনওভাবেই রাজনৈতিক ধর্না ছিল না। এই ধর্না ছিল ভারতকে রক্ষার উদ্দেশ্যে। সেভ ইন্ডিয়া ব্যানারে এই ধর্না ছিল আইপিএস (পুলিশ) ও আইএএস (প্রশাসন) এর সম্মান রক্ষার জন্য।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ তেলেগু দেশাম পার্টির-টিডিপি নেতা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু এবং তেজস্বী যাদবের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠকের পর ধর্না তুলে নেওয়ার ঘোষণা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চন্দ্রবাবু নায়ডু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সব বিজেপি বিরোধী দলগুলি রয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে চন্দ্রবাবু বলেন, আমরা একজোট৷ স্বৈরাচারীর হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

চন্দ্রবাবুর অভিযোগ, সিবিআই, ইডির অপব্যবহার করা হচ্ছে। বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। মোদীর আমলে দেশের গণতন্ত্র বিপন্ন। বিজেপি সবার কণ্ঠরোধ করছে। গণতন্ত্র রক্ষায় আমাদের লড়তেই হবে। সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি।