ভোটব্যাঙ্ক হারানোর ভয়েই রেগে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়: AIMIM রাজ্য সভাপতি
কলকাতা: বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে লড়ার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে আসাউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন(AIMIM)। ২০২১-এর বিধানসভা ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে তাঁরা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সংখ্যালঘু চরমপন্থা’ নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা করলেন এআইএমআইএম রাজ্য সভাপতি জামিরুল হাসান।
জামিরুল হাসান দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এআইএমআইএম নিজেদের জমি তৈরি করছে এই বিষয়টি বুঝতে পেরেই ক্ষেপে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে শক্তিশালী হয়ে উঠছে এআইএমআইএম, যার জন্যেই মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাঁর রাজনীতি সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে ঘিরেই আবর্তিত হয়।
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতি ছাড়া মুসলিম সম্প্রদায়ের জন্যে আদৌ ভালো কিছু করছে না বলে অভিযোগ করে জামিরুল হাসান বলেন, এআইএমআইএম পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়বে।
তিনি বলেন, আমরা গত লোকসভা নির্বাচনে লড়ার জন্যেও প্রস্তুত ছিলাম তবে ওয়াইসি সংখ্যালঘু ভোট বিভক্ত হতে পারে এবং তৃণমূল প্রার্থীরা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলিতে হেরে যেতে পারেন বলেই এ রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেছিলেন।
প্রসঙ্গত, গত মাসেই পশ্চিমবঙ্গ-বিহার সীমানায় অবস্থিত কিষানগঞ্জ উপনির্বাচনে জয় পেয়েছে এআইএমআইএম প্রার্থী। এরপরই পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারে আরও জোর দিয়েছে ওয়াইসির দল।