সংবিধানের নামে শপথ নিয়ে সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে পথে নামা অনুচিত: রাজ্যপাল
কলকাতা: এবার রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকর। নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকর বললেন, সিএএ বিরোধী আন্দোলনে পথে নামতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাজ্যপাল বলেন, সংবিধান অনুসারে চলার শপথ নিয়ে সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে পথে নামা উচিৎ নয়।
মঙ্গলবার রাজ্যপাল বলেন, রাজনৈতিক দলের নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর পথে নামা নিয়ে আমি কিছু বলিনি। আমি বলেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে নামা নিয়ে। সংবিধানের নামে কাজ করার শপথ নিয়ে কেউ সংসদে পাশ হওয়া আইনের বিরোধিতা করতে পারেন না।
এদিকে, মঙ্গলবারই রাজভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক ডাকেন জগদীপ ধনকড়। কিন্তু, তাঁর ডাকা বৈঠকে রাজ্যের একজন উপাচার্যও হাজির হননি বলে খবর। অথচ, তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে হাজির রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
যা নিয়ে শিক্ষা মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। মঙ্গলবার ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন ওই তিন উপাচার্য। টিএমসিপির ধর্না মঞ্চে যান পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, সিধু-কানহু বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।