Thursday, September 19, 2024
দেশ

কর্মসংস্থানের জন্য রাজ্যের ৫ হাজার পরিবারকে ১০ হাজার গরু দেবেন বিপ্লব দেব

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ঘোষণা করেছেন তিনি রাজ্যের ৫ হাজার পরিবারের মধ্য ১০ হাজার গরু বিতরণ করবেন। এতে যেমন রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান হবে তেমনি পরিবারের সদস্যরা বাঁচবে অপুষ্টি থেকে। মাত্র ৬ মাসের মধ্যেই আয়ের মুখ দেখতে পারবেন। এছাড়া তিনি ও তাঁর পরিবার সরকারি বাসভবনে গরু লালন-পালন করবেন। খাবেন গরুর দুধ। এতে রাজ্যের মানুষও এমনটা করতে অনুপ্রাণিত হবেন। আর অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবেন।

বিপ্লব দেব বলেন, রাজ্যের ৫ হাজার পরিবারের মধ্যে গরু বিতরণ করা হবে। রাজ্যে শিল্পের বিরুদ্ধে আমি নই। কিন্তু কোনও বড় শিল্প করতে গেল কমপক্ষে ১০,০০০ কোটি টাকা লাগে। সেখানে কর্মসংস্থান হয় ২০০০ লোকের। কিন্তু যদি রাজ্যের ৫,০০০ পরিবারে ১০,০০০ গরু বিতরণ করা হয় তাহলে তারা ৬ মাসের মধ্যেই আয়ের মুখ দেখতে পারবেন। এমন কোনও শিল্প রয়েছে যেখানে ৬ মাসের মধ্যে আয়ের ব্যবস্থা হয়! ৬ মাস লেগে যায় শুধু জমি কিনতেই।

উল্লেখ্য, গত মার্চে ক্ষমতায় আসার পর নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন বিপ্লব দেব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, রাজনৈতিক নেতাদের পেছনে না দৌড়ে রাজ্যের তরুণদের উচিত গরু পালন করা। প্রতি লিটার দুধ বিক্রি হয় ৫০ টাকায়। রাজ্যের স্নাতকরা দুধ বিক্রি করে ১০ বছরে অন্তত ১০ লাখ টাকা আয় করতে পারে। এছাড়া এর আগে রাজ্যের তরুণদের পানের দোকান খুলতেও পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯০ সালের দিকে মুখ্যমন্ত্রী থাকাকালীন গরু প্রতিপালনের নজির রয়েছে লালু প্রসাদ যাদবের। সরকারি বাসভবনে তিনি অনেক গরুর প্রতিপালন করতেন।