Wednesday, June 26, 2024
কলকাতা

CAA-তে আবেদনের এক মাসের মধ্যেই নাগরিকত্ব পেলেন নদিয়ার বিকাশ মণ্ডল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সপ্তম দফার ভোটগ্রহণের আগেই পশ্চিমবঙ্গে সিএএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া অনেকেই। নদিয়ার বিকাশ মন্ডলও তাঁদের মধ্যে একজন।

জানা গেছে, বিকাশ মন্ডল এক মাস আগে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। বুধবার সপরিবারে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন বিকাশের পরিবার। 

২০১২ সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে ভারতে চলে এসেছিলেন বিকাশ মণ্ডল। বসবাস করছেন নদিয়ার আসাননগর এলাকায়। 

বৃহস্পতিবার বিকাশ মন্ডল বলেন, ‘তাঁর গোটা পরিবার নাগরিকত্ব পেয়েছে। ২৯ মে আমরা সার্টিফিকেট পেয়েছি।’ বিকাশের পরিবারে রয়েছে তাঁর বাবা, মা, স্ত্রী এবং এক ছেলে। 

বিকাশ বলেন, ‘শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা জানতে পেরে ২৭ এপ্রিল আমি আবেদন করেছিলাম। ২০১৪ সালের আগে ভারতে আসার তথ্য, ছবি, বাংলাদেশের তথ্য এবং একটি হিন্দু সার্টিফিকেট লেগেছে, যা মায়াপুরের এক প্রভু আমাকে দিয়েছিলেন। এছাড়াও কোর্টের দুটি হলফনামা লেগেছে। ২৭ মে আমাকে ডাকা হয়েছিল কৃষ্ণনগর পোস্টাল সুপারিনটেনডেন্টের অফিসে এবং ২৯ মে আমি সার্টিফিকেট পাই।’

বাংলাদেশে হিন্দুদের উপর কী নির্যাতন হয়? এ প্রসঙ্গে বিকাশ মন্ডল বলেন, ‘বাংলাদেশে জমি-বাড়ি সব ছিল। কিছু বিক্রি করেছি। কিছু ছেড়ে আসতে বাধ্য হয়েছিলাম। ওখানে হিন্দুরা সুরক্ষিত নয়।’ 

বিকাশের স্ত্রী সাথী বিশ্বাস মণ্ডল বলেন, ‘আমাদের একটা ছোট ছেলে রয়েছে। ওর কথা ভেবে চিন্তা হতো। কিন্তু, এখন আর কেউ আমাদের উদ্বাস্তু বলবে না। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ।’